হাদির ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নগরীর তালাইমারিতে জমায়েত হয়। 

এ সময় তাদের ‘আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠ আরেকবার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘জুলাইয়ের পর থেকে দুইটা গোষ্ঠী এখনো পর্যন্ত একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে সমান তালে সাপোর্ট করে যাচ্ছে। একটা হচ্ছে খুনি লীগ, আরেকটা হচ্ছে যারা আওয়ামী লীগকে বিভিন্ন নামকরণে বৈধতা দিতে চায়। গতকাল যখন ডাকসু নেতা এবি জুবায়ের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এক শিক্ষককে দাওয়া করেছিল, তখন কিছু সুশীলের চেতনাদণ্ড দাঁড়িয়ে গিয়েছিল। আজকে সেই সুশীল বাঙ্গু সমাজকে সরব দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, মুজিব মানে মুজিব, হাসিনা মানে হাসিনা—এদের ভিন্ন পজিটিভ সজ্ঞায়ন এই বাংলার মাটিতে হতে পারে না। এই নির্বাচনে কেমন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এইটা আমাদের বুঝা হয়ে গেছে। তপশিল ঘোষণার একদিনের মাথায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। তার মানে আগামী নির্বাচন কত বড় ভয়ংকর মেসেজ দিচ্ছে বিপ্লবীদের জন্য। এই ঘটনার সাথে যারা জড়িত অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ইন্টেরিমের পক্ষ থেকে দেখতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *