
নীলফামারী, ১৯ এপ্রিল — আনুপাতিক হারে নির্বাচন হলে জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ আর পেশীশক্তির ভিত্তিতে নির্বাচন দেখতে চায় না। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে ভোটাধিকার সুরক্ষিত থাকবে এবং জনগণের প্রকৃত মতামতই প্রতিফলিত হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচনী ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার জরুরি। এই জন্যই আমাদের আন্দোলন চলবে।”
জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এর আগে, লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত পৃথক জনসভায়ও অংশ নেন জামায়াত আমির।
The website design looks great—clean, user-friendly, and visually appealing! It definitely has the potential to attract more visitors. Maybe adding even more engaging content (like interactive posts, videos, or expert insights) could take it to the next level. Keep up the good work!