তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর থাকবে। একই সঙ্গে তারা বিভাগীয় পর্যায়ে ‘প্রকৌশলী সমাবেশ’ এবং জাতীয় পর্যায়ে ‘জাতীয় প্রকৌশলী সমাবেশ’ করারও ঘোষণা দেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক ব্রিফিংয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি তুলে ধরেন শিক্ষার্থীরা। বক্তারা বলেন, উপদেষ্টাদের পক্ষ থেকে দাবির বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত জানানো হয়নি। <script type=”text/javascript”> atOptions = { ‘key’ : ’97e9e87d3b315cd3482e6646b0142f8e’, ‘format’ : ‘iframe’, ‘height’ : 250, ‘width’ : 300, ‘params’ : {} }; </script> <script type=”text/javascript” src=”//increasingbelieveabonnement.com/97e9e87d3b315cd3482e6646b0142f8e/invoke.js”></script>

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নিলেও পুলিশ লাঠিচার্জ ও হামলার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করেছে। এরপরও আন্দোলনকারীদের ‘মব সৃষ্টিকারী’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তারা জানান, গতকাল সংঘটিত ঘটনায় ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেও এখনো কোনো তদন্ত কমিটি গঠন হয়নি, কিংবা দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, যা শিক্ষার্থীদের হতাশ করেছে। তাদের দাবি, জনগণের দুর্ভোগ না বাড়িয়ে তারা কর্মসূচি দিচ্ছেন এবং এই দাবি মানা না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। <script type=”text/javascript”> atOptions = { ‘key’ : ’48d73e43c699b2865401c18733556e8b’, ‘format’ : ‘iframe’, ‘height’ : 90, ‘width’ : 728, ‘params’ : {} }; </script> <script type=”text/javascript” src=”//increasingbelieveabonnement.com/48d73e43c699b2865401c18733556e8b/invoke.js”></script>

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারী নয়, উচ্চ ডিগ্রিধারীরাও যেন আবেদন করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ, এবং কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘প্রকৌশলী’ (ইঞ্জিনিয়ার) উপাধি ব্যবহার করতে পারেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এই দাবি পূরণ হলে প্রকৌশল পেশায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *