করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

দেশে আবারও করোনাভাইরাসে মৃত্যুর খবর এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ৮১-৯০ বছর বয়সী পুরুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়, অর্থাৎ শনাক্তের হার ২.৭০ শতাংশ। যদিও সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও চিকিৎসকরা বলছেন, নিয়মিত নজরদারি এবং সতর্কতা এখনো অব্যাহত রাখা জরুরি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ২৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন, এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন নারী। এ বছর মোট আক্রান্ত হয়েছেন ৭১৯ জন। বিশেষজ্ঞরা মনে করছেন, বয়সভিত্তিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষত ষাটোর্ধ্ব ও পূর্বের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য করোনাভাইরাস এখনো হুমকি হয়ে রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকা গ্রহণ এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়া এখনো প্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *