
বিএনপি কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয় এবং দলকে চাপে ফেলে দুর্বল করা যাবে না—এই বার্তা দিয়ে দৃঢ় অবস্থান জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে যুবদলের গ্রাফিতি আঁকা কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শুধু যুবদলেরই ৭৯ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছিলেন, যা বিএনপির আন্দোলনের মূল প্রেরণা হিসেবে কাজ করছে।
মির্জা ফখরুল বলেন, “এই আন্দোলন শুধু গুটিকয়েক নেতা-কর্মীর নয়, ছিল সব বয়সী সাধারণ মানুষের; এই সংগ্রামে ছাত্র, শ্রমিক, নারী, বৃদ্ধ সবাই অংশ নিয়েছিলেন। বিএনপি জনগণের দল বলেই বারবার চাপে ফেলার চেষ্টা ব্যর্থ হচ্ছে।” একইসঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “বিএনপি যখন সংস্কারমূলক সহযোগিতা করছে, তখন শেখ হাসিনার বিচার নিয়ে কৌশলগত খেলা চালিয়ে যাচ্ছে সরকার। এমনকি, চাঁদাবাজির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেফতার করায় চরম অসন্তোষ বিরাজ করছে।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আন্দোলন দমন করতে গিয়ে গোয়েন্দা অফিসে বিএনপি নেতাকর্মীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি বলেন, “ডিবি অফিসে শত নিপীড়ন সত্ত্বেও আমাদের কেউ আত্মসমর্পণ করেনি, মুচলেকাও দেয়নি। এই সংগ্রাম আমাদের আত্মমর্যাদার, আমাদের অধিকার প্রতিষ্ঠার।” ফখরুলের এই বক্তব্যের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করেছে, তারা জাতীয় রাজনীতিতে আপসহীন ও প্রভাবমুক্ত থেকে পথচলা অব্যাহত রাখবে।