
জয়পুরহাট, ১৪ জুন — ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে যাত্রীদের কাছ থেকে নেয়া ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়েছে বিভিন্ন পরিবহন কোম্পানিকে। গত চারদিনে প্রায় ৬০০ যাত্রীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে।
১১ পদাতিক ডিভিশন জানায়, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন বাস নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল। অভিযোগের ভিত্তিতে ১০ জুন থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল এলাকায় পৃথক চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী অভিযান শুরু করে।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ করে যাচাই-বাছাই করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়।
এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চারটি বাসকে জরিমানা করেছে।
সাধারণ যাত্রীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।