
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডন সফরকালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যেকোনো অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, মোকাবেলা করা উচিত আদালতে। তাই তাকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।”
সাক্ষাৎকারে ড. ইউনূস আরও জানান, লন্ডনে তার সঙ্গে সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিক একটি চিঠি পাঠালেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। এছাড়া, রাজধানী ঢাকার গুলশান এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট বেআইনিভাবে গ্রহণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি দাবি করেন, “এটি বাংলাদেশি কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির একজন প্রভাবশালী রাজনীতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে পরিচিত।