
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে দ্রুত চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, “সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে।”
শুক্রবার (১৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প আরও লেখেন, “যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করো। আর কোনও মৃত্যু নয়, আর কোনও ধ্বংস নয়, এটি করো, নইলে অনেক দেরি হয়ে যাবে।”
পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরবর্তী হামলাগুলো আরও নিষ্ঠুর হবে।” তবে এখনও সবকিছু থামানোর সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া, ইরানে ইসরায়েল যে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, তার পরিকল্পনার কথা তিনি আগেই জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্পৃক্ত ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, একই দিন ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ আটটি শহরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনাসমূহসহ অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন—ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, রেভোল্যুশনারী গার্ড কোর (আইআরজিসি) প্রধান হোসাইন সালামি, পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি এবং পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি।
ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।