
লন্ডন, ১৩ জুন —
নির্বাচন, সংস্কারসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টার দিকে লন্ডনের পার্ক লেনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশের কথাও জানানো হয়।
আমীর খসরু বলেন, “নির্বাচন ও দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি—এটা শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি এমন নয় যে এখনই সবকিছু চূড়ান্ত হবে। যেসব বিষয়ে সম্মতি হবে, সেগুলোকেই প্রাধান্য দিয়ে সংস্কার করা হবে। নির্বাচনের পরেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “তার দেশে ফেরার পথে কোনও বাধা নেই। তিনি ইচ্ছেমতো দেশে ফিরতে পারেন এবং উপযুক্ত সময়েই এ সিদ্ধান্ত নেবেন।”
এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার যে ঘোষণা দিয়েছে, সে প্রসঙ্গে আমীর খসরু বলেন, “এ বিষয়টি বৈঠকে আলোচনার সুযোগ ছিল না।”
অপর এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, “নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে কোনো জটিলতা নেই। নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে। কেউ যদি সমস্যা দেখেন, সেটি তাদের দৃষ্টিভঙ্গির সমস্যা।”
বৈঠকে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক অচলাবস্থার একটি সমাধান বেরিয়ে আসবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।