
লন্ডন, ১৩ জুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বই ও কলম উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) লন্ডনে অনুষ্ঠিত দুই নেতার বৈঠক শেষে এই উপহার দেন তিনি।
তারেক রহমান উপহার হিসেবে দিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ বই—গ্রেটা থুনবার্গের ‘No One Is Too Small to Make a Difference’ এবং মোনা আরশী ও কারেন ম্যাকার্থি উলফ সম্পাদিত কবিতাসংকলন ‘Nature Matters: Vital Poems from the Global Majority’। এর সঙ্গে একটি মূল্যবান কলমও উপহার দেন তিনি।
‘No One Is Too Small to Make a Difference’ বইটিতে পরিবেশ আন্দোলনের প্রতীক গ্রেটা থুনবার্গের জলবায়ু সংকট ও বৈশ্বিক উষ্ণতা বিষয়ে ১১টি বক্তৃতা সংকলিত আছে।
অন্যদিকে, ‘Nature Matters’ একটি কাব্যসংকলন যেখানে রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে ফুটে উঠেছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বই ও কলম উপহারের বিষয়টি ছবি সংযুক্ত করে জানান।
বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তারা বৈঠকের সার্বিক পরিবেশ ও আলোচনার প্রেক্ষাপট তুলে ধরলেও নির্দিষ্ট আলোচ্য বিষয়গুলো প্রকাশ করেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সৌহার্দ্যপূর্ণ উপহার ও আলাপচারিতা ভবিষ্যতের জাতীয় সংলাপের জন্য ইতিবাচক ইঙ্গিত হতে পারে।