
ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলের হামলার পর কয়েক ঘণ্টার ব্যবধানে ইরান ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী (আইডিএফ)।
আইডিএফ-এর মুখপাত্র জানান, “গত কয়েক ঘণ্টায় ইরানের দিক থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে শতাধিক ড্রোন। প্রতিটি হামলা প্রতিহত করতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে।”
এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল থেকে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হয় একটি সামরিক অভিযান, যার নাম দেওয়া হয় ‘অপারেশন রাইজিং লায়ন’। অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
এই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল। নাগরিকদের সতর্ক করে ঘরে অবস্থানের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “ইরানের হুমকি মোকাবেলায় আমরা আরও অভিযান চালাতে প্রস্তুত। আমাদের অস্তিত্বের জন্য হুমকি যতোদিন থাকবে, ততোদিন এই অভিযান চলবে।” তিনি আরও বলেন, “দশকের পর দশক ধরে ইরান আমাদের ধ্বংসের হুমকি দিয়ে আসছে। এবার সময় এসেছে জবাব দেওয়ার।”
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে, যা গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।