ইরানের পাল্টা হা’মলার আশঙ্কায় আতঙ্কিত ইস’রায়েল, জারি জরুরি অবস্থা

ইরানের পাল্টা হামলার আশঙ্কায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছে ইসরায়েলজুড়ে সাধারণ মানুষ। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল। কিছু এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে গোটা দেশে বিরাজ করছে থমথমে পরিবেশ। হঠাৎ করে ফোনে সতর্কবার্তা পেয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন বাসিন্দারা। অনেকে ছুটছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পানি সংগ্রহে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফোনে আসা সতর্কবার্তায় জানানো হয়, ইরান হামলা চালাতে পারে এবং পরিস্থিতি সংকটপূর্ণ। এতে অনেকেই ঘরে মজুত করছেন পানি, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী। কেউ কেউ বলছেন, সাইরেনের শব্দে ঘুম ভেঙে গেছে, আর ঘুমাতে পারেননি। সবকিছুই এখন অনিশ্চয়তায় ঘেরা।

ইসরায়েলের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। জনগণকে ঘরে অবস্থান করে নিরাপদ কক্ষ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কক্ষে যেন পর্যাপ্ত খাবার ও পানি থাকে, তাও নিশ্চিত করতে বলেছে কর্তৃপক্ষ।

ইরানি হামলার আশঙ্কায় রাজধানী তেলআবিবসহ বেশ কয়েকটি শহরের হাসপাতালগুলোতেও নেয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। কিছু হাসপাতাল তাদের চিকিৎসাসেবা স্থানান্তর করছে ভূগর্ভস্থ পার্কিং এলাকাগুলোতে। ইতোমধ্যে ইচিলভ মেডিকেল সেন্টারে শতাধিক শয্যার একটি আন্ডারগ্রাউন্ড ইউনিট চালু করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সব নাগরিককে প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

এই মুহূর্তে পুরো দেশজুড়ে টানটান উত্তেজনা। মানুষ অপেক্ষায় রয়েছে—কখন কী হয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *