পটুয়াখালীর বাউফলে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঈদ যাত্রায় যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী Thursday (১২ জুন) সন্ধ্যায় বগা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানের নেতৃত্ব দেন বাউফল অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট তকী।

অভিযানে প্রায় ১০টি বাস আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু উপস্থিত থেকে “মুন পরিবহন”-এর দুটি বাস, “বাউফল ট্রাভেলস” ও “আল মদিনা ট্রাভেলস”-এর একটি বাসকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

সেনাবাহিনী অতিরিক্ত ভাড়ার অভিযোগ যাচাই করে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। তবে কিছু বাসচালক ও স্টাফ পালিয়ে যাওয়ায় তাদের খোঁজে মালিকদের ডেকে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, সাধারণ সময় দশমিনা-বাউফল-ঢাকা রুটে ভাড়া ৬০০ টাকা হলেও ঈদের সময় তা বাড়িয়ে ৯০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। লেফটেন্যান্ট তকী বলেন, জাল ভাড়ার তালিকা তৈরি করে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি এবং অভিযানে তা সত্যতা পেয়েছে। তিনি আরও জানান, ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *