
নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামে এক নারী তার চার বছরের মেয়েকে নিয়ে গলায় দুই রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন মো. রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) এবং তাদের মেয়ে মাইশা (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে রুবেল রাহীকে বিয়ে করেন। তিনি একটি মাংসের দোকানে চাকরি করেন। গত ১০ জুন রাহী তার বোনকে ফোন করে আত্মহত্যার হুমকি দেন এবং অভিযোগ করেন, তার স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করে এবং সংসারের প্রতি যত্নবান নয়। এসব কারণে স্বামীর প্রতি তার বিরক্তি ও অভিমান ছিল।
বিকেল সাড়ে চারটার দিকে স্বামী বাড়ি ফেরার পর তার শয়নকক্ষে স্ত্রীর ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
সুধারাম থানার উপপরিদর্শক লন্ডন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ বাড়ি থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে, যা তদন্তের একটি গুরুত্বপূর্ণ আলোকপাত হতে পারে। ঘটনাটি স্থানীয় সমাজে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।