
ঢাকা, ১২ জুন:
দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিগুলোতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ জুন) ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ছাত্র রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবারের কমিটিগুলোতে নারী নেতৃত্বকে মূল্যায়ন করা হয়েছে। এটি ভবিষ্যতের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা দেবে বলে আমরা বিশ্বাস করি।”
নতুন ঘোষিত কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নারী নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষিত কিছু কমিটির সংক্ষিপ্ত বিবরণ:
- ব্র্যাক ইউনিভার্সিটি ছাত্রদল: সভাপতি নাইমুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফয়সাল।
- অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি: সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী তাইশা আফরোজ মুনা।
- আহসানউল্লাহ ইউনিভার্সিটি: সভাপতি রাশেদ মো. নাফিস হৃদয়, সাধারণ সম্পাদক লিসানুল আলম।
- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB): সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা পায়েল।
- দ্য পিপলস ইউনিভার্সিটি: সাংগঠনিক সম্পাদক ফাতিমা আক্তার।
- প্রাইম এশিয়া ইউনিভার্সিটি: সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার।
এছাড়াও সাউথইস্ট, নর্দান, বিজিএমইএ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, আইইউবিএটি, বিইউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, মানারাত, গণবিশ্ববিদ্যালয়, এশিয়ান ও সিটি ইউনিভার্সিটির কমিটিও ঘোষণা করা হয়েছে।
নেতৃবৃন্দ জানান, এসব কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভাবমূর্তি ও কার্যক্রম আরও বিস্তৃত করবে।