
ঢাকা, ১২ জুন:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ শনাক্ত হয়। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।
বর্তমানে দেশে মোট শনাক্তের হার ১৩.৫ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।
এদিকে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর ১১টি স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা জারি করেছে।
স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনাগুলো হলো:
১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এবং প্রয়োজনে মাস্ক পরতে হবে।
২. শ্বাসতন্ত্রজনিত রোগ প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন।
৩. হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে মুখ-নাক ঢেকে ফেলুন।
৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন।
৫. নিয়মিত সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৭. আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
সন্দেহজনক রোগীর ক্ষেত্রে করণীয়:
– জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকলে বাড়িতে অবস্থান করুন।
– রোগীকে মাস্ক পরতে বলুন।
– সেবাদানকারী ব্যক্তিকেও মাস্ক পরা বাধ্যতামূলক।
– প্রয়োজনে নিকটস্থ হাসপাতাল অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)–এ যোগাযোগ করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।