
আহমেদাবাদ, ভারত — ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার (১২ জুন) সকালে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন সকল আরোহী। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে।
বিমানটি আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল এবং গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটিতে মোট ২৪২ যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় এবং ৬১ জন বিদেশি নাগরিক ছিলেন, যাদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগীজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আহমেদাবাদের একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়ে। এতে হোস্টেলে অবস্থানরত পাঁচজন ছাত্র ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার অভিঘাতে হোস্টেলের ডাইনিং হলের দেয়াল ভেঙে পড়ে এবং ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটির প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। তিনি একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন (এলটিসি) ছিলেন এবং তার ৮,২০০ ঘণ্টার ওড়ার অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘণ্টা।
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ক্যাপ্টেন সাভারওয়াল জরুরি সংকেত পাঠিয়েছিলেন। তবে এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)।
ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ঘটনাটির উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।