
১২ জুন ২০২৫, ঢাকা/নয়াদিল্লি:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। ঈদুল আজহার প্রাক্কালে, গত শুক্রবার (৬ জুন) তিনি মায়ের সঙ্গে দেখা করতে ভারতে পৌঁছান। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর মা-ছেলের এটাই প্রথম সরাসরি সাক্ষাৎ।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র এবং সেখানকার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে জানা গেছে, এই সাক্ষাৎটি ছিল মূলত পারিবারিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত নয়।
সূত্রমতে, শেখ হাসিনার গোপন ঠিকানায় পৌঁছানোর পর যথাযথ নিরাপত্তা বলয়ের মধ্যে জয়কে সেখানে নিয়ে যাওয়া হয়। ওই স্থানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও অবস্থান করছেন।