লালমনিরহাট সীমান্তে আবারও পুশ ইন চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ

লালমনিরহাট, ১২ জুন:
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশি নাগরিকদের পুশ ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ও স্থানীয় গ্রামবাসীর সক্রিয় অবস্থানে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ পাঁচজনকে এবং পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্ত দিয়ে আরও সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেওয়া বিজিবি সদস্য ও স্থানীয়রা একত্রে বাধা দিলে ভারতীয় বাহিনী তাদের ফিরে নিতে বাধ্য হয়।

ঘটনার পরপরই ৬১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৮ মে, জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-পুরুষ মিলিয়ে ৫৮ জনকে একইভাবে পুশ ইন করার ব্যর্থ চেষ্টা করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া হয়। ওই ঘটনার মাত্র দু’দিন পর বুড়িমারী রেলস্টেশন থেকে আরও ছয়জন এবং পাটগ্রাম রেলস্টেশন থেকে আরও দুই ভারতীয় নাগরিককে আটক করে কর্তৃপক্ষ। আটককৃতরা সবাই ভারতের আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিয়মবহির্ভূতভাবে পুশ ইন বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমঝোতা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *