
লন্ডন, ১২ জুন:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শান্তি, স্থায়িত্ব ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক আয়োজনে এই সম্মাননা প্রদান করা হবে।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আগের দিন, বুধবার (১১ জুন), ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ নৈশভোজে অংশ নেন ড. ইউনূস। কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, আগামীকাল শুক্রবার (১৩ জুন) লন্ডনেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, “এই বৈঠকের নির্দিষ্ট কোনও কাঠামো নেই। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন, কাঠামোগত সংস্কার এবং ‘জুলাই চার্টার’সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।”
সফরের অংশ হিসেবে, ড. ইউনূস সম্প্রতি চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপেও অংশ নেন। সেখানে তিনি বলেন, “১৭ বছর পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হবে এবং নির্বাচিত সরকারের কাছে যথাযথভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।”
প্রধান উপদেষ্টার এই সফর ও সম্মাননা প্রাপ্তি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অস্থায়ী প্রশাসনের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আগ্রহ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।