
আন্তর্জাতিক ডেস্ক | ১১ জুন ২০২৫, বুধবার
ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর প্রতিরক্ষা খাতে ২০ শতাংশ বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট কেন্দ্রীয় ব্যয় প্রায় ৭ শতাংশ কমিয়ে আনছে ইসলামাবাদ।
মঙ্গলবার (১০ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ২০২৫-২৬ অর্থবছরের মোট কেন্দ্রীয় ব্যয় কমিয়ে আনছে প্রায় ১৮ ট্রিলিয়ন রুপিতে। তবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.১২ ট্রিলিয়ন রুপি থেকে বাড়িয়ে ২.৫৫ ট্রিলিয়ন রুপি করা হয়েছে, যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি।
গত তিন দশকের মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে গুরুতর সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সরকার সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় এই বরাদ্দ বৃদ্ধি করেছে।
বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পাশাপাশি পাকিস্তানকে অর্থনৈতিক দিক থেকেও একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপিত আমদানি শুল্কের কারণে তাদের বৃহত্তম রফতানি বাজারগুলোতে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তবে সরকার বলছে, অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে গৃহীত বিভিন্ন উদ্যোগ আসন্ন বাজেটে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে প্রবৃদ্ধি, রফতানি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন নীতিগত পরিবর্তন ও প্রণোদনা দিচ্ছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, প্রতিরক্ষা ও সামগ্রিক ব্যয়ের এই ভারসাম্যপূর্ণ পরিকল্পনার মাধ্যমে সরকার একদিকে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, অপরদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনরুদ্ধারে জোর দিতে চায়।