
নাটোর প্রতিনিধি | ১১ জুন ২০২৫, বুধবার
নাটোরের সদর উপজেলার বাকশোর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) দুপুরে অভিযান চালিয়ে এই ট্রাক্টরগুলো জব্দ করা হয়।
নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, সদর উপজেলার বাকশোর ঘাট গ্রামে প্রায় ৪০ বিঘা ফসলি জমিতে অনুমতি ছাড়াই পুকুর খননের কাজ চলছিল। ওই পুকুর খননের মাটি আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ব্যবহার করে ইটভাটায় সরবরাহ করছিল একটি চক্র। কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহারের অভিযোগে এসব যানবাহন জব্দ করা হয়।
পরে জব্দকৃত ট্রাক্টরগুলো নাটোর ট্র্যাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নাটোর সদর ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট মো. উমর ফারুক বলেন, “বাকশোর এলাকা থেকে সেনাবাহিনী ৪০টি ট্রাক্টর জব্দ করে পুলিশ লাইনে এনে আমাদের কাছে হস্তান্তর করেছে। এসব ট্রাক্টরের কোনো সড়ক চলাচলের অনুমতি নেই। সড়ক পরিবহণ আইনে প্রতিটি ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আবুল হায়াত বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে কাউকে ফসলি জমিতে পুকুর খননের অনুমতি দেওয়া হয়নি। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, কৃষিজমির অপব্যবহার বন্ধে প্রশাসনের এই উদ্যোগ স্বাগত জানানো উচিত।