
ঢাকা, ১১ জুন: গোটা জাতি এখন লন্ডনে অনুষ্ঠিতব্য নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার সম্ভাব্য বৈঠকের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “বিশ্বাস করি এটি হবে একটি ঐতিহাসিক বৈঠক, যেখানে আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।”
বুধবার (১১ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি আগেই ডিসেম্বর মাসে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঐ বৈঠকের পর দেশের রাজনীতিতে ‘সুবাতাস’ বইবে এবং যৌক্তিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানান।
এ সময়, ভারতের পুশ-ইন প্রসঙ্গে রিজভী বলেন, “দেশের নাগরিকদের বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশ-ইন করে চলেছে।” তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের পাশাপাশি কার্যকর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “করোনার নতুন সংক্রমণ এবং ডেঙ্গুর ভয়াবহতার মাঝেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।” তিনি দাবি করেন, সরকারের অবহেলার কারণেই জনগণের স্বাস্থ্য বর্তমানে হুমকির মুখে পড়েছে।
রিজভী আহ্বান জানান, করোনা ও ডেঙ্গু মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে জনস্বাস্থ্য রক্ষায় প্রস্তুতি নিতে হবে।