রেলপথ অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল রাজশাহীর চারঘাটে

চারঘাট, রাজশাহী | ১১ জুন ২০২৫

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনে সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ডাকা রেলপথ অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে প্রায় আড়াই ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন চলাচল।

বুধবার (১১ জুন) সকাল ৭টায় শুরু হওয়া এ অবরোধ কর্মসূচিতে স্টেশনের দুই পাশে লাল নিশান টানিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

অবরোধের কারণে রাজশাহী রুটে আটকে পড়ে চারটি আন্তঃনগর ট্রেন: সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা এবং সিল্কসিটি এক্সপ্রেস। এতে চরম দুর্ভোগে পড়েন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া হাজারো যাত্রী।

পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সংস্কার ও যাত্রাবিরতির বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

স্থানীয়দের দাবি, নন্দনগাছী স্টেশনটির যথাযথ উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *