দেশে করোনা শনাক্ত ১৩, নতুন মৃ’ত্যু নেই: স্বাস্থ্য অধিদফতর রিপোর্ট

ঢাকা, ১০ জুন — দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ জন। ১০১টি নমুনা পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। তবে এই সময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু ঘটেনি।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের সবাই ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

গতকাল (৯ জুন) ৪১টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন, যার ফলে সুস্থতার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জন। মহামারির শুরু থেকে করোনার মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩.৫ শতাংশে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, পার্শ্ববর্তী ভারতসহ কিছু দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বৃদ্ধির কারণে জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশ ভ্রমণে সতর্কতা অবলম্বনের আহ্বান করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *