
ঢাকা, ৯ জুন ২০২৫ — বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
সফর সম্পর্কে গত ৪ জুন এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানান, যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-র মহাসচিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভূমিকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন। ১১ জুন তিনি লন্ডনের খ্যাতনামা থিঙ্কট্যাংক প্রতিষ্ঠান রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।
বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততার দিকটিও আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর আবাসস্থল। এই প্রেক্ষাপটে সফরটি দুই দেশের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
প্রধান উপদেষ্টার আগামী ১৪ জুন দেশের ফেরার কথা রয়েছে।