
চট্টগ্রাম, ৯ জুন ২০২৫ — চট্টগ্রামের পটিয়ায় পানিতে ডুবে চাচা-ভাতিজার করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাথুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ নাছির উদ্দীন (৫৮) এবং তার ভাতিজা মো. আরিয়ান (১৫)। আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে চাচা নাছির ভাতিজা আরিয়ানকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পুকুরে নিয়ে যান। সাঁতার শেখানোর একপর্যায়ে আরিয়ান চাচার হাত থেকে ছুটে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। ভাতিজাকে উদ্ধার করতে গিয়ে চাচা নাছির উদ্দীনও পানিতে ডুবে যান।
কিছুক্ষণ পর পুকুরের পানিতে চাচা-ভাতিজার নিথর দেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নাছির উদ্দীন ছিলেন অত্যন্ত শান্ত ও সদালাপী ব্যক্তি। তার ভাতিজা আরিয়ান ছিল পড়াশোনায় মেধাবী ও ভদ্র স্বভাবের।
পটিয়া থানার একটি সূত্র জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।