
ঢাকা, ৯ জুন:
রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। এই অবস্থা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (৯ জুন) সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, দেশের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে ‘মৃদু তাপপ্রবাহ’ বলা হয়। ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি হলে ‘মাঝারি তাপপ্রবাহ’, ৪০ থেকে ৪১.৯ হলে ‘তীব্র তাপপ্রবাহ’ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ‘অতি তীব্র তাপপ্রবাহ’ হিসেবে গণ্য করা হয়।
আবহাওয়া অধিদফতর জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের তাপপ্রবাহ থেকে সুরক্ষায় উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।