
আন্তর্জাতিক ডেস্ক, ৯ জুন:
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত নতুন ত্রাণবাহী জাহাজের নামকরণ করা হয়েছে ‘ম্যাডলিন’। এই জাহাজটি নাম পেয়েছে গাজার সাহসী নারী মৎস্যজীবী ম্যাডলিন কুলাবের নামে, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও জীবিকার সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন।
তিন বছর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ম্যাডলিন কুলাবের জীবনের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে। তখন তিনি ছিলেন দুই সন্তানের মা এবং তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায়। গাজা সিটিতে স্বামী খাদির বাকারের (৩২) সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতেন। খাদিরও একজন মৎস্যজীবী।
সেই সময় মাত্র ৩০ বছর বয়সী ম্যাডলিন ছিলেন গাজার প্রথম নারী মৎস্যজীবী। ইসরায়েলি নৌ-অবরোধের মধ্যেও যতদূর পর্যন্ত অনুমতি থাকত, ততদূর নির্ভয়ে মাছ ধরতে যেতেন তিনি। পরে মাছ বিক্রি করে নিজের পরিবারের ভরণপোষণ করতেন।
ম্যাডলিন কুলাব গাজার হাজারো সংগ্রামী নারীর প্রতীক হয়ে উঠেছেন। তাঁর সাহসিকতা এবং আত্মত্যাগকে সম্মান জানিয়ে এফএফসি এই জাহাজটির নামকরণ করেছে ‘ম্যাডলিন’।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই জাহাজটি শুধু ত্রাণ বহনই করবে না, এটি হবে প্রতিরোধ ও মানবতার এক প্রতীক, যা গাজার জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতির বার্তা বহন করবে।