
ঢাকা, ৯ জুন:
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে গ্রেফতার করা হয়নি কারণ তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কেউ যেন হয়রানির শিকার না হন, সে জন্য যাচাই-বাছাই করে তবেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া দেশের প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য।”
তিনি আরও জানান, মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি কমিটি বিষয়টি তদারকি করছে।
এ সময় তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, “ছোটখাটো চুরি বা ছিনতাই ছাড়া সার্বিকভাবে জনজীবন স্বাভাবিক রয়েছে।” থানায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাদের সুবিধা-অসুবিধার খোঁজখবরও নেন উপদেষ্টা।
উল্লেখ্য, রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। জানা গেছে, তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন।
এর আগে গত ৮ মে তিনি থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পরে বিষয়টি প্রকাশ্যে এলে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি হয়। কিশোরগঞ্জে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।