
ঝিনাইদহ, ৮ জুন:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ঈদের রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন – হরিণাকুন্ডুর পুরাহাটি গ্রামের মারুফ (১৫), রাজিব মণ্ডল (২৪), রিংকু (১৮), সাগর (১৫) ও গিয়াসউদ্দিন।
রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে মোট সাতজন আরোহী ছিলেন। যাদবপুর গ্রামে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঈদের আনন্দের দিনেই এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।