প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ঈদের ভাষণ আজ সন্ধ্যায়

ঢাকা, ৬ জুন ২০২৫ — পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

ভাষণে তিনি ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি, চলমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে তিনি জাতিকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *