বাসভাড়া বাড়ানো চলবে না: সায়েদাবাদে পরিদর্শনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

ঢাকা, ৫ জুন ২০২৫ – জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তাই বাসভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জ্বালানি তেলের মূল্য হ্রাসের প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো যৌক্তিকতা নেই। কোথাও অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।”

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার নানা প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যানজট পরিস্থিতিও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

তিনি জানান, ইতোমধ্যে একটি ভাড়া অনিয়মের ঘটনা ধরা পড়েছে। এক জায়গায় যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা বেশি নেয়া হয়েছিল, যা ফেরত দিতে বাধ্য করা হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবহনকে জরিমানা করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে ভাড়া বেশি আদায়ের বিষয়ে। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩১ মে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে। এর আগে মে মাসে লিটারে ১ টাকা কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।

সরকারের এ সিদ্ধান্তের পরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মুহাম্মদ ফাওজুল কবির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *