
ঢাকা, ৫ জুন ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঈদুল আজহা উদ্যাপনের জন্য লন্ডনে ফিরে গেছেন। এক মাসের মাথায় বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টা ৫ মিনিটে তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
সকাল ৯টার দিকে তিনি রাজধানীর বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার লন্ডন যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
লন্ডনে তিনি স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমার সঙ্গে ঈদের সময় কাটাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৬ মে দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরেন। সে সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ, চিকিৎসক ও দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমানের এই সফর সংক্ষিপ্ত সময়ের জন্য এবং তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।