
ঢাকা, ৫ জুন ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল, হিলি, ভোমরা, নাকুগাওসহ দেশের বিভিন্ন স্থলবন্দরে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত।
এই সময়ে বেশিরভাগ আন্তঃবাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে রোববার (১৫ জুন) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন জানান, ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি নির্ধারিত হয়েছে। তিনি বলেন, ঈদের উৎসব নির্বিঘ্নে পালন ও কর্মীদের বিশ্রামের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে। হিলি ইমিগ্রেশন ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ঈদের দিনসহ পুরো ছুটির সময় জুড়েই ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার চালু থাকবে। উভয় দেশের যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময় ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থায় পর্যাপ্ত কর্মী মোতায়েন থাকবে, যাতে যাত্রীসেবা ব্যাহত না হয়।