জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায়

ঢাকা, ৫ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া।

তিনি বলেন, অনুকূল আবহাওয়া বজায় থাকলে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। তবে বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কারণে জামাত অনুষ্ঠিত না হলে, তা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে শাহজাহান মিয়া আরও জানান, কোরবানির পর রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ডিএসসিসি ১২ ঘণ্টার মধ্যে সকল পশু বর্জ্য অপসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররম মসজিদে ঈদের দিনে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, এরপর যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সিটি কর্পোরেশন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন এবং ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *