জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হচ্ছে ঢাকায়: ঘোষণা গোয়েন লুইসের

ঢাকা, ৪ জুন:
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অচিরেই ছোট পরিসরে অফিসটি চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’-এ তিনি এ তথ্য জানান।

মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতির ভিত্তিতেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারবে। এ বিষয়ে এখনো কোনও আলোচনা শুরু হয়নি।”

গোয়েন লুইস আরও জানান, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে। তবে বাংলাদেশের নির্বাচন একটি সার্বভৌম বিষয়, এ নিয়ে জাতিসংঘের মন্তব্য করার সুযোগ নেই বলে তিনি জানান।

তবে নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে জাতিসংঘ, বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে। নির্বাচন কমিশনের কাজ নিয়ে জাতিসংঘ সন্তুষ্ট বলেও মন্তব্য করেন গোয়েন লুইস।

বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *