
হামবুর্গ, ২ জুন: জার্মানির হামবুর্গ শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আহত হয়েছেন ৩৫ জনের বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১ জুন) দিবাগত রাতে হামবুর্গের মারিয়েন হাসপাতালের নিচতলায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যরাতের পর হাসপাতালের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় হাসপাতালের একাধিক ইউনিট জরুরিভাবে খালি করে ফেলা হয়। গুরুতর আহত দুইজনকে পাশের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামবুর্গ অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লরেঞ্জ আর্টম্যান বলেন, “বয়সজনিত কারণে চলাফেরায় অক্ষম বেশ কয়েকজন রোগীকে করিডোরে ধরে ধরে সরিয়ে নিতে হয়েছে। তবে সৌভাগ্যবশত আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।”
আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ ও দমকল বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। হামবুর্গ পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালটি শহরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হওয়ায় দ্রুত পুনরুদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন অনেকে।