
ঢাকা, ২ জুন: সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি এবং ১২ জন বিচারককে পদোন্নতির মাধ্যমে বদলি করা হয়েছে। সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান স্বাক্ষর করেন।
জানা গেছে, বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে কর্মরত ৩৮ জন বিচারককে অন্যত্র বদলি করা হয়েছে।
পাশাপাশি, ১২ জন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ দেয়া হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।