
ঢাকা, ২ জুন ২০২৫ — কনফারেন্স রুম বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই শতাধিক কর ও কাস্টমস কর্মকর্তা-কর্মচারী এনবিআর ভবনের মেঝেতে বসে সভা করেছেন। সোমবার বিকেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের উদ্যোগে এই ব্যতিক্রমী সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিতভাবে ৫১১ নম্বর কক্ষে সভা আয়োজনের পরিকল্পনা থাকলেও কনফারেন্স রুমের চাবি না দেওয়ায় শেষ পর্যন্ত এনবিআর ভবনের নিচতলার লিফটের সামনের খোলা জায়গায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে রাজস্ব প্রশাসনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা এই ঘটনাকে ‘অবমাননাকর’ উল্লেখ করে বলেন, এটি সংস্কার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার একটি হীন প্রয়াস। তারা বলেন, “এই ধরনের প্রতিকূলতায় আমাদের সংস্কার আন্দোলন দমে যাবে না, বরং আরও শক্তিশালী হবে। সরকার যদি প্রকৃত সংস্কার চায়, তাহলে এই উদ্যোগে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।”
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ জুন “কেমন এনবিআর চাই” শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার আয়োজন করা হবে। এতে সিভিল সোসাইটি, থিংক ট্যাংক, ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানানো হবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক বিবৃতিতে জানানো হয়, সেমিনার আয়োজনের সব ব্যয় কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিত চাঁদার মাধ্যমে নির্বাহ করা হবে। এতে রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের লক্ষ্যে গুচ্ছাকারে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন ও অংশীজনদের মতামত গ্রহণের পরিকল্পনা রয়েছে।
সংগঠনটি সেমিনারটি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
শেষ
(তথ্যসূত্র: এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, ২ জুন ২০২৫)