
চট্টগ্রাম, ২ জুন ২০২৫ — চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত পাঁচটি হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় সংঘটিত সংঘর্ষে প্রাণ হারান হৃদয় চন্দ্র তরুয়া, মো. মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এসব ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি হত্যা মামলা রুজু হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এসব সহিংসতায় জড়িতদের সহায়তা, লোকজন জড়ো করা এবং অস্ত্র সরবরাহে তামান্নার সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে তদন্ত কর্মকর্তারা আদালতে আবেদন করেন তামান্নাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর জন্য। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
তামান্নার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
শেষ
(তথ্যসূত্র: চট্টগ্রাম মহানগর আদালত, ২ জুন ২০২৫)