সংঘ’র্ষ ও হা’মলার ঘটনায় রংপুরে এনসিপি ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি মামলা

রংপুর, ২ জুন:
রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় দুই পক্ষের দায়ের করা এজাহারকে মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।

রোববার (১ জুন) রাত ৯টায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দুটি মামলা রেকর্ড হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, জাতীয় পার্টির দায়েরকৃত মামলা রেকর্ড হয়েছে ১ নম্বর হিসেবে এবং এনসিপির করা মামলাটি রেকর্ড হয়েছে ২ নম্বর মামলা হিসেবে।

ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার (৩০ মে) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ‘সন্ত্রাস দমন ও বিস্ফোরক দ্রব্য’ আইনে একটি এজাহার দায়ের করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী। ওই এজাহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া, অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, মিছিলে হামলা, বোমা বিস্ফোরণ ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনে শনিবার (৩১ মে) একই আইনে পাল্টা এজাহার দায়ের করেন এনসিপির জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন। এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, যুগ্ম-মহাসচিব আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিমসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০-৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ওসি আরও জানান, উভয় এজাহার প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং এসব মামলার তদন্তভার দেওয়া হয়েছে ওসি (তদন্ত) শুকুর আলীকে।

প্রসঙ্গত, গত ২৯ মে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে সেনপাড়া মোড়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনার সময় কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর পর থেকেই রংপুরজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *