
গাইবান্ধা, ১ জুন — জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণনাশের চেষ্টার তীব্র প্রতিবাদে গাইবান্ধা জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আলহাজ আব্দুর রশীদ সরকার। পরে মিছিল জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়, যেখানে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়।
এর আগে, শনিবার বিকেলেও জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে নেতারা অভিযোগ করেন, অর্ন্তবর্তীকালীন সরকারের সহযোগিতায় এনসিপি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে জি এম কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে। তারা আরও জানান, লালমনিরহাটসহ কয়েকটি জেলায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মব জাস্টিসের নামে এই ধরণের লুটপাট ও ভাঙচুর কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে তারা তীব্র প্রতিবাদ জানান। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে রংপুরের সেনাপাড়ায় অবস্থিত জিএম কাদেরের বাড়িতে হামলা হয়। এ সময় বাড়ির সামনে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনায় শুক্রবার রাতে ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী ২২ জনের নাম উল্লেখসহ ৩০-৩৫ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।