
ঢাকা, ১ জুন:
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে, মামলার তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই আটক থাকায় তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।
এটি বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হলো, যা বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে, ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের নির্দেশে নিরস্ত্র ছাত্র ও সাধারণ জনতার ওপর গুলি চালানো হয়, যাতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনার অভিযোগে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।