রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান

আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করবেন তিনি।
বুধবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এসব কর্মসূচিতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।
সংবাদ সম্মেলনে ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। একই সঙ্গে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। বিএনপি একটি ত্রুটিমুক্ত ও মডেল নির্বাচন চায় উল্লেখ করে তিনি জানান, এ লক্ষ্যে দলের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *