মায়ের দোয়া মাহফিলে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের…

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কড়াইলবাসীর পক্ষ থেকে মহাখালীর টিএন্ডটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মায়ের জন্য আয়োজিত দোয়া মাহফিলে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাথে নিয়ে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কড়াইলবাসীর এই আয়োজনে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।

মহাখালীর কড়াইলে আয়োজিত দোয়া ও মোনাজাত করার আগ মুহুর্তে অনুষ্ঠান মঞ্চে এক ভিন্ন দৃশ্য দেখা যায়। সাধারণত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা আলেমরা একপাশে বসেন। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মোনাজাত পরিচালনা করেন মঞ্চে সবার সামনে বসে। পেছনের দিকে স্ত্রীসহ তারেক রহমান ও দলের নেতারা বসে মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শুরু হবে তখন হঠাৎ তারেক রহমান মঞ্চের ডান দিকে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। এক পর্যায়ে মঞ্চে থাকা নেতাদের ইমাম সাহেবকে নিজের (তারেক রহমান) সামনে নিয়ে আসার জন্য বলেন। নিজে উঠে পাশের ফাঁকা চেয়ার তুলে মঞ্চের ঠিক সামনে রাখেন তারেক রহমান। পরে মোনাজাত পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা ইব্রাহিমের সঙ্গে সালাম বিনিময় শেষে চেয়ারে বসার অনুরোধ করেন। ইমাম সাহেব সবার সামনে সেই চেয়ারে বসেই বক্তব্য রাখার পর দোয়া করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে অনেকেই এমনভাবে আলেমকে সম্মান জানানোর বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে এজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।
দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা -১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *