মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অন্তত ১৬

রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, এ ঘটনার পর জামায়াতের কয়েকজনকে নেতাকর্মীকে মসজিদের মধ্যে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও বর্তমানের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মসজিদের ভেতরে ও বাহিরে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে কেন এ হামলা হয়েছে এখনও তা জানা যায়নি। এতে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি হাফোজ আবু তাহেরসহ আন্তত ১৬ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, এটি ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল)। এখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *