
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে লগইন করে জানতে পারবেন শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন, ‘আমরা আজই কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছি। দুপুরের পরে বিকেল নাগাদ ফলাফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।’
গত ১৩ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।