
আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে স্কটল্যান্ডের কোন যোগাযোগ হয়নি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যম গত দুই দিন ধরে সংবাদ প্রকাশ করছে যে, বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রেখেছে আইসিসি। বিবিসি স্পোটর্স এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে তুলে ধরা হয়েছে।
বিবিসি স্পোটর্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়, আইসিসি আগামী মাসে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিস্থাপনের বিষয়ে স্কটল্যান্ডের সাথে কোনো আলোচনা করেনি। তবে ডাক পেলে স্কটিশ খেলোয়াড়রা প্রস্তুত থাকবে।