ইসি এখন পর্যন্ত যোগ্যতার সাথে কাজ করছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকা স্বাভাবিক। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে বলে তিনি মনে করেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয়। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে অভিহিত দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতির পথে এগিয়ে নিয়েছেন। সে কারণেই বিএনপি প্রতি বছর তাকে স্মরণ করে এবং তার আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি নতুন করে শপথ নিয়েছে। এর মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ গড়ে তোলা হবে।
বিএনপির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কিছু জটিলতা নতুন কিছু নয়। এ বিষয়ে বিএনপির যে আপত্তি ছিল, তা আগেই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *